ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

৬ বছর ধরে শ্রেণিকক্ষেই সপরিবারে থাকছেন শিক্ষক

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৪

৬ বছর ধরে শ্রেণিকক্ষেই সপরিবারে থাকছেন শিক্ষক
দুটি শ্রেণিকক্ষে সপরিবারে ছয় বছর ধরে থাকছেন প্রধান শিক্ষক। ছবি সংগৃহীত

বরগুনার পাথরঘাটার জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে ছয় বছর ধরে সপরিবারে বসবাস করে আসছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস।

প্রধান শিক্ষক মো. ফেরদৌস সাংবাদিকদের কাছে দাবি করেছেন, পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করেই তিনি শ্রেণিকক্ষ দখল করে বসবাস করছেন।

এ সময় প্রধান শিক্ষক সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বলেন, আপনারা নিউজ করে যা করতে পারেন করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিন তলা বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় দুটি শ্রেণিকক্ষসহ ছাত্রীদের টয়লেট দখল করে প্রধান শিক্ষক তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন। শ্রেণিকক্ষের বেঞ্চ দিয়ে বানিয়েছেন খাট। বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার দিয়ে রান্নাঘরের বেড়া দিয়েছেন।

এ ব্যাপারে বরগুনা জেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আমি জানি প্রধান শিক্ষক নিজস্ব বাসা নিয়ে থাকেন। শ্রেণিকক্ষ দখল করে থাকার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে খোঁজ নিতে বলা হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত