ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

আগুনে পুড়ে শেকলে বাঁধা শিক্ষার্থীর মৃত্যু

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:০১  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৬

আগুনে পুড়ে শেকলে বাঁধা শিক্ষার্থীর মৃত্যু
আগুনের ফাইল ছবি

কুমিল্লার বুড়িচংয় উপজেলায় আগুনে পুড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। শেকলে বাঁধা থাকার কারণে আগুন লাগার পর তিনি ঘর থেকে বের হতে পারেননি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার খাড়েরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম আলাউদ্দিন (২০) । তিনি ওই গ্রামের আবদুল মোমেনের ছেলে। তিনি স্থানীয় বুড়িচং আবদুল মতিন খসরু কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বুধবার সকালে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, তিন মাস আগে মানসিক ভারসাম্য হারান আলাউদ্দিন। এরপর থেকে তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে বিদ্যুতের মিটার থেকে ঘরে আগুন লাগে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বের হতে পারলেও আলাউদ্দিন শিকলে বাঁধা থাকায় আটকা পড়ে যান। স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে সক্ষম হলেও এর আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়।

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত জহিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন প্রায় নিভিয়ে ফেলে স্থানীয়রা। পরে একটি কক্ষ থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডে দুইটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত