ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সিলেটে এটিএম বুথে লুট : পাঁচদিনের রিমান্ডে চারজন

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:১২

সিলেটে এটিএম বুথে লুট : পাঁচদিনের রিমান্ডে চারজন
ছবি- প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ২টার দিকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর শেরপুরস্থ নতুনবাজারে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে বেঁধে ২৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনার দৃশ্য ধারণ হয় বুথের সিসি ক্যামেরায়।

এ ঘটনায় ব্যাংকের শেরপুর শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে অজ্ঞাত চার জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এরপর অভিযানে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন- নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম।

গ্রেপ্তারের পর তাদেরকে গতকাল বুধবার সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অপরদিকে একই দিন সন্ধ্যায় এ ঘটনার মূল হোতা ও পরিকল্পনাকারী সাফি উদ্দিন জাহিরকে (৩৮) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত