ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পাহাড়ি ছড়ায় বাচ্চা হাতির মৃতদেহ

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৭  
আপডেট :
 ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪২

পাহাড়ি ছড়ায় বাচ্চা হাতির মৃতদেহ
হস্তিশাবকের ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের একটি পাহাড়ি ছড়ায় বন্য হস্তি শাবকের মৃতদেহ পাওয়া গেছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পশ্চিমে পাহাড়ি ছড়ায় মৃত শাবকটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পশ্চিমে পাহাড়ি ছড়ার পানিতে একটি মৃত হাতি পড়ে থাকার খবরে তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বনবিভাগকে খবর দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই এলাকায় বন্যহাতির চলাচলের পথ রয়েছে। পাহাড়ি ছড়ায় পানি পান করতে প্রায় সময় হাতির এ পথে যাতায়ত করে থাকে।

মৃত হস্তি শাবকটির শরীরের বিভিন্ন অংশের চামড়া খসে গেছে এবং পঁচন ধরেছে। গত ২/৩ দিন আগে পাহাড়ের চূঁড়া থেকে পড়ে গিয়ে শাবকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকার পাহাড়ি ছড়ার পানি থেকে একটি মৃত হস্তি শাবক উদ্ধার করা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত