ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

জয়পুরহাটে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:৫১

জয়পুরহাটে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১
গ্রেপ্তারের পর অভিযুক্ত শামসুল আলম

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুকতাহার গ্রামে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতের অভিযোগে শামসুল আলম লাল বাবু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মন্দির কমিটির দাবি, শুক্রবার ভোর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে।

গ্রেপ্তারকৃত সামছুল আলম লাল বাবু সদর উপজেলার ধুলাতর মন্ডলপাড়ার আব্দুল করিম মণ্ডলের ছেলে।

খবর পেয়ে জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা, জনপ্রতিনিধি ও হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা মন্দির দুটি পরিদর্শন করেছেন।

এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু সংগঠনের নেতারা।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বাংলাদেশ জার্নালকে জানান, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার মধ্যপাড়া ও পূর্ব সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল। হঠাৎ শুক্রবার গভীর রাতে এ দুটি মন্দিরের কয়েকটি প্রতিমা ভাঙচুর করে রেখে যায় দুর্বৃত্তরা।

সকালে স্থানীয়রা মন্দিরে আসলে দুর্গা, গণেশ, কার্তিকসহ ৫/৭টি প্রতিমার মাথা, হাত ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় তারা পুলিশ ও প্রশাসনকে বিষয়টি অবগত করে। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িতের অভিযোগে সামছুল আলম লাল বাবুকে আটক করে।

ওসি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি শামসুল আলম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও সে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত