ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

করোনায় প্রাণ গেলো প্রাথমিকের শিক্ষিকার, আক্রান্ত আরও ৩ জন

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৯  
আপডেট :
 ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৩

করোনায় প্রাণ গেলো প্রাথমিকের শিক্ষিকার
ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে করোনায় আক্রান্ত হয়ে ফেরদৌসী বেগম নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

রোববার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের আরও ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ফেরদৌসী কিংবা আক্রান্ত হওয়া শিক্ষকদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম জানান, স্কুল খোলার কারণে শিক্ষকরা আক্রান্ত হয়েছেন কিংবা মারা গেছেন, বিষয়টি এ রকম না। স্কুল খোলার আগেও আমাদের বেশ কয়েকজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে উপজেলার কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়নি।

তিনি আরও বলেন, স্কুলের কোনো শিক্ষক-শিক্ষার্থী অসুস্থতাবোধ করলে তাকে আমরা সঙ্গে সঙ্গে স্কুলে আসার ক্ষেত্রে নিষেধ করে দিই। বর্তমানে উপজেলার সবকটি স্কুল চালু আছে এবং স্বাভাবিকভাবে পাঠদান চলছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত