ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পেঁয়াজ-মুরগিতে আগুন, সস্তি কাঁচাবাজারে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১৩:০১  
আপডেট :
 ০৮ অক্টোবর ২০২১, ১৩:৩৫

পেঁয়াজ-মুরগিতে আগুন, সস্তি কাঁচাবাজারে
ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে দফায় দফায় বাড়তে থাকা পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম নতুন করে আরও বেড়েছে। বাজারগুলোতে কেজিতে মুরগিভেদে দাম বেড়েছে ১০-৩০ টাকা। পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা। কেজিতে ৫ টাকা বেড়েছে চিনির দাম। অপরদিকে কিছুটা সস্তিতে কাচা বাজারগুলো। সবজি ও চালের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।

শুক্রবার সকালে রাজধানীর বাজারগুলোতে দামের এমন দৃশ্য দেখা যায়।

মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট কাঁচাবাজার, ধানমন্ডির বাজারগুলো ঘুরে দেখা যায়, কেজিপ্রতি ২০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। ব্রয়লার কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭৫ টাকা। সোনালি মুরগি (কক) কেজিতে ৩০ টাকা দাম বেড়ে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। সোনালী (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা।

কাঁচাবাজারগুলোতে দেখা যায় ভিন্ন দৃশ্য। বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা।

আলুর দাম কমে বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি। চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি কেজি (গোল) বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, পাতা কপি ও ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, করলা ৬০ টাকা, ইন্ডিয়ান টমেটো ১৪০ থেকে ১৭০ টাকা, কাঁচা কলার হালি ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, লেবুর হালি ১৫ টাকা বরবটি ৮০ টাকা, সিম ৮০ টাকা, কাকরোল ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, লতি ৬০ টাকা ও ঢেঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও কাঁচামরিচের দাম কমে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। প্রতি কেজি শুকনা মরিচ ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। ইন্ডিয়ান ডাল কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ডাল প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। হলুদের কেজি ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের দামেই। খুচরা প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ১৫০ টাকা। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়।

টাউন হল বাজারের সবজি বিক্রেতা কালাম হোসেন বলেন, শীতের মৌসুম আসছে তাই সবজির দাম কেজিতে কিছুটা কমেছে। অনেক সবজির দাম কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত কমেছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে চালের দাম কমেছে। মিনিকেট চাল প্রতি কেজি ৬৩-৬৫ টাকা, আটাশ চালের কেজি ৫০-৫২ টাকা, নাজিরশাইল চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকায়।

কৃষি মার্কেট বাজারের ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, বাজারে এখন চালের দাম কিছুটা কম আছে। তবে বন্যা ও বৃষ্টির কারণে মাঝে সবজির ক্ষেতের অনেক ক্ষতি হয়েছিল। এখন বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমে আসছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত