ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

এক কোটি ইঁদুর নিধন, বাচঁলো ৩৬০ কোটির ফসল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১৮:০০  
আপডেট :
 ১১ অক্টোবর ২০২১, ১৯:০৭

এক কোটি ইঁদুর নিধন, বাচঁলো ৩৬০ কোটির ফসল
ছবি: সংগৃহীত

দেশে গত বছর প্রায় ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ইঁদুর নিধন করা হয়েছে। যার ফলে প্রায় ৮৯ হাজার ৮৭৬ মেট্রিক টন ফসল রক্ষা হয়েছে। বিপুল পরিমাণ এই ফসলের বাজার মূল্য প্রায় ৩৬০ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার রাজধানীর খামারবাড়ির আ.কা.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ ও ২০২০ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রতি বছর ইঁদুর নিধন অভিযান পরিচালনা করে আসছে অধিদপ্তর। যার ফলে ২০২০ সালের মতো ২০১৯ সালেও ইঁদুর নিধন অভিযানের মাধ্যমে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ইঁদুর নিধন করা হয়েছিল। এতে ৩০০ কোটি টাকার ফসল রক্ষা করা সম্ভব হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, প্রতিনিয়তই ইঁদুর কৃষকের কষ্টার্জিত ফসলের কয়েকগুন নষ্ট করে থাকে। এ ক্ষতির পরিমাণ বছরে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। উদ্ধুকরণের মাধ্যমে সম্মিলিতভাবে ইঁদুর নিধন করতে হবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার জন্য ইঁদুর দমন করা অত্যন্ত জরুরী।

এসময় ইঁদুরের ব্যাপক ক্ষতি থেকে ফসলকে রক্ষা করার পাশাপাশি ইঁদুর নিধন কার্যক্রমকে আরো জোরদার করার আহবান জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, বিনার মহাপরিচালক মফিজুল ইসলাম ও বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছরের মতো এবার মাসব্যাপি জাতীয় ইঁদুর নিধন অভিযান, ২০২১ পরিচালিত হচ্ছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। এবার অভিযানের প্রতিপাদ্য ‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক ড. মো. আবু সাইদ মিঞা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান। এসময় কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমআর/এমজে

  • সর্বশেষ
  • পঠিত