ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষা অফিসারের শাস্তির দাবিতে মানববন্ধন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ১৩:২৩

শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষা অফিসারের শাস্তির দাবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে ২৮নং উরফি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে মারধর ও সাময়িকভাবে বরখাস্তের ঘটনায় দোষী সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম কুমার রায়ের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোপালগঞ্জ শাখা ও কেন্দ্রীয় কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসমা খানম, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক ফরিদা ইয়াসমিন মিশরী বক্তব্য রাখনে।

এসময় বক্তরা বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনা কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রাধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্তের আদেশ প্রতাহারসহ দোষী সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম কুমার রায়ের শাস্তির দাবি জানানো হয়। এ দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন শিক্ষকরা।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলার ২৮নং উরফি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে মারধর করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম কুমার রায়।

এ ঘটনায় উল্টো ওই বিদ্যালয়ের দুই শিক্ষক অভিযোগ দিলে কোন তদন্ত ছাড়াই প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা।

এছাড়া ৫ অক্টোবর আবারও ওই শিক্ষককে মারধর করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. মহিদুল আলম মাহাত্তাব খান ও তার লোকজন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত