ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র-মাদকসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ২২:০৩  
আপডেট :
 ১২ অক্টোবর ২০২১, ২২:০৮

উখিয়ায় অস্ত্র-মাদকসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র ও মাদকসহ ৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকের শেড নং-৪১ ও ৪২ এর পাশের কাঁটাতারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ১৪ এপিবিএন ও জেলা পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- নুর হোসেন (২৭), মোহাম্মদ ফারুক (৩৫), নুর হোসেন (৪০), মোহাম্মদ কামাল হোসেন (৩০), জিয়াউর রহমান (৩১) ও আয়াতুল্লাহ (২৮)।

তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা বলে জানা গেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, অভিযানের সময় তারা দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে ইয়াবা সেবন করছিলেন। পরে তাদের উখিয়া থানা-পুলিশে সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত