ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কুমিল্লায় কোরআন অবমাননা নিয়ে মুখ খুললেন ধর্ম প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ২০:১৫  
আপডেট :
 ১৩ অক্টোবর ২০২১, ২০:৩৯

কুমিল্লায় কোরআন অবমাননা নিয়ে মুখ খুললেন ধর্ম প্রতিমন্ত্রী

কুমিল্লায় কোরআন অবমাননার খবরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, কেউ আইন হাতে তুলে না নিবেন না। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখুন।

বুধবার কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে এক জরুরি ঘোষণায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত একটি খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।

ফরিদুল হক খান বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে কেউ যদি এ ঘটনার সাথে জড়িত থাকে তাহলে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না।

এসময় সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন- কুমিল্লায় সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা, শহরজুড়ে উত্তেজনা

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত