ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

নিজের বাল্যবিয়ে ঠেকাতে থানায় কিশোরী

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ২২:১০  
আপডেট :
 ১৩ অক্টোবর ২০২১, ২২:২৭

নিজের বাল্যবিয়ে ঠেকাতে থানায় কিশোরী
ছবি প্রতীকী

ভোলার লালমোহন উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে বাবা-মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী।

বুধবার দুপুরে ওই ছাত্রী লালমোহন থানায় এসে এ অভিযোগ করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানী গ্রামের বাসিন্দা এবং লালমোহন সাফিয়া খানম বালিকা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

ওসি জানান, গত কয়েকদিন ধরে তার বাবা-মা তাকে বিয়ে দিয়ে দেবে বলে জানান। কিন্তু ওই ছাত্রী পড়াশোনা করতে চায়। এজন্য সে থানায় এসে বিষয়টি জানায়।

তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বাবা-মাকে থানায় ডেকে জিজ্ঞাসা করলে ছাত্রীর বাবা বলেন, তিনি চটপটি বিক্রি করে অনেক কষ্টে সংসার চালান। তবে তিনি মেয়ের বিয়ের আয়োজন করেননি। শুধু বিয়ে দিয়ে দেবেন বলেছেন।

মাকসুদুর রহমান মুরাদ বলেন, পুরো বিষয়টি বুঝে আমরা ওই ছাত্রীর বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নিয়েছি। তারা বলেছেন, ১৮ বছরের আগে তাদের মেয়ের বিয়ে দেবেন না। পরে মেয়েকে তাদের হাতে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত