ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১৫:১৭  
আপডেট :
 ১৪ অক্টোবর ২০২১, ১৫:৪৯

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা (৩৬)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-খুলনা মহাসকের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত পুলিশ কর্মকর্তা ভাস্কর সাহার বাড়ী গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকার আমেনা স্কুল রোডে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পূঁজার ছুটিতে ব্যক্তিগত প্রাইভেটকার নিজে চালিয়ে গোপালগঞ্জে আসছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।

এসময় প্রাইভেটকারটি সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে সামনের চাকার টায়ার ফেঁটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভাস্কর সাহা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ঘটনার খবর শুনে গো্পালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দীকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে ছুটে যান ও খোঁজ খবর নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত