ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

তালাবদ্ধ ঘর থেকে বের হচ্ছিল লাশের গন্ধ

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ১৩:১৪  
আপডেট :
 ১৫ অক্টোবর ২০২১, ১৮:০৫

তালাবদ্ধ ঘর থেকে বের হচ্ছিল লাশের গন্ধ
লাশের প্রতীকি ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি তালাবন্ধ ঘরের মেঝে থেকে আব্দুর রশীদ (৬০) নামে এক বৃদ্ধের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, ‘এ ঘটনায় আব্দুর রশীদের নাতি মঞ্জুরুল ইসলাম বাবুকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।’

আব্দুর রশীদের স্ত্রী বেঁচে নেই। সাত মেয়ের সবার বিয়ে হয়ে গেছে। নাতি মঞ্জুরুল ইসলাম বাবু ঈশ্বরগ্রামের ওই ঘরে তার সঙ্গে থাকতেন ।

প্রতিবেশীদের বরাত দিয়ে পরিদর্শক চাঁদ মিয়া বলেন, ‘গত রোববার বেলা ২টার দিকে আব্দুর রশীদ চোখের চিকিৎসা করাবেন বলে বাড়ি থেকে বের হন। পরে বাবুও শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এরপর থেকে ওই ঘর তালাবন্ধই ছিল। কিন্তু ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় পাশের ঘরের আত্মীয়দের সন্দেহ হয়। বৃহস্পতিবার রাতে তারা তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে মাটি চাপা দেওয়া লাশ দেখতে পান। পরে আশপাশের লোকজন থানায় খবর দেয়।’

ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত