ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

প্রায় ১১ ঘণ্টা পর থ্রিজি-ফোরজি ইন্টারনেট চালু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ১৭:০০  
আপডেট :
 ১৫ অক্টোবর ২০২১, ১৭:১৮

প্রায় ১১ ঘণ্টা পর থ্রিজি-ফোরজি ইন্টারনেট চালু

প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানী ঢাকায় মোবাইলের থ্রিজি ও ফোরজি সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার বিকেলে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। এছাড়া সারাদেশে পর্যায়ক্রমে চালু হবে বলেও জানান তিনি।

এছাড়া ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা নিশ্চিত করেছেন। পাশাপাশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও ইন্টারনেট সেবা চালু হওয়ার বিষয়টি জানিয়েছেন। বলেছেন, বিকেল ৪টার পর ঢাকায় ইন্টারনেট সেবা চালু হয়েছে। থ্রিজি ও ফোরজি সেবা নিতে পারছেন গ্রাহকরা।

এর আগে ভোর ৫টার দিক থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায়। তবে কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল। বিভিন্ন অপারেটর সূত্র জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) প্রথমে কুমিল্লা এবং পরে আরও পাঁচ জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। শুক্রবার ভোর থেকে আরও অনেক জেলার গ্রাহকরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না।

আরও পড়ুন: সারা দেশে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত