ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৩:০০  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০২১, ১৩:০৫

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারির কারণে বিপর্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘ প্রায় দুই বছর পর শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে সকল শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের বরণ করার প্রথম ধাপ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মাসের ২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং নভেম্বর মাসের ১ম সপ্তাহে ক্লাস ও পরীক্ষা চালু করা হবে।

সকলকে এসময়ের মধ্যে কোভিড-১৯ এর ‌ভ‌্যাকসিন গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। এছাড়া, সহযোগিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও সিলেট সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞা প্রকাশ করেন ভাইস চ্যান্সেলর।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত