ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৭

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৬:০০  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০২১, ২২:২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৭
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, একটি ড্রামট্রাক ত্রিশালের চেলের ঘাট এলাকায় দাঁড়িয়ে ছিল। পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় নিহত সবাই বাসের যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন- আজমুল (৩২), সিরাজ (৩৫), ফাতেমা বেগম (২৫), আব্দুল্লাহ (৬), আজমিনা (৮), নজরুল ইসলাম (৫০) ও হেলেনা (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাতেমা আক্তর টুম্পা জানান, আমার কাছে ১৪ জন আহত অবস্থায় আসে। তাদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ও চারজসকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমার কাছে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত