ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

রাণীশংকৈলে বাড়ছে ডায়রিয়া, ২ শিশুর মৃত্যু

  রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৭:৩৭

রাণীশংকৈলে বাড়ছে ডায়রিয়া, ২ শিশুর মৃত্যু
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এরই মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাত জন ভর্তি হয়েছে। গত শুক্রবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত দুই শিশু হলো, উপজেলার সন্ধ্যারই গ্রামের বাবুল হোসেনের মেয়ে বাবলী আক্তার (৪) ও বিথি আক্তার (২)।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই বোন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাণীশংকৈল হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যারই গ্রামের বাবুল হোসেন ডায়রিয়া আক্রান্ত দুই মেয়েকে শুক্রবার রাতে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। বিথিকে হাসপাতালে আনার পরই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বাবলীকে ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ওই রাতেই চিকিৎসারত অবস্থায় বাবলীও মারা যায়।

ডা. হেলাল জানান, হাসপাতালে আসার আগেই বিথি মারা গেছে। বাবলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নার্সের ইনচার্জ সাবিনা ইয়াসমিন জানান, এ পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ২ জন মারা গেছে। এখনও ৫ জন চিকিৎসাধীন আছে।

  • সর্বশেষ
  • পঠিত