ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ১৫:৪২

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মঙ্গলবার মধ্যরাতে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার তৈরি মালামাল, মেশিনপত্র ও একটি ব্যাক্তিগত গাড়ি পুড়ে গেছে।

কালিয়াকৈর দমকল বাহিনীর ওয়্যার হাউস পরিদর্শক মো. রউফ উজ্জামান জানান, উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় ‘আলোর দিশা’ নামের একটি পোশাক কারখানা রয়েছে। কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করেন। মঙ্গলবার রাতে শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফিরে যান। পরে রাত প্রায় সাড়ে ১১ টার দিকে কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর তিনটি ইউনিটি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত