ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মন্দিরে হামলার অভিযোগে আরও তিনজন গ্রেপ্তার

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ১৬:০৬  
আপডেট :
 ২১ অক্টোবর ২০২১, ১৬:২৫

মন্দিরে হামলার অভিযোগে আরও তিনজন গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করলো র‍্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার খন্দকার শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোহরাব হোসেন (৩৩), মো. মানু ওরুপে মান্না (৩২) ও মো. হারুন অর রশিদ (৪৫)। একইদিন শাওন (২৩) নামের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনী এলাকায় কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন দিক থেকে মিছিল বের করে বিভিন্ন মন্দিরে হামলা করে এবং ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে নাশকতা চালায়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। এরই প্রেক্ষিতে র‍্যাব-১১ জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

আরও পড়ুন: মন্দিরে হামলার অভিযোগে আটক ৬

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়। পরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ মন্দির (ইসকন), শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র মন্দির, শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলাকারী মোট ৯ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা খন্দকার শামীম হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও অপশক্তিকে রোধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে র‍্যাবের কার্যক্রম অব্যাহত আছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত