ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহে তিন ‘রাজাকার’ গ্রেপ্তার

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১৯:০২

ময়মনসিংহে তিন ‘রাজাকার’ গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও তিন রাজাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের প্রয়াত ইন্তাজ আলীর ছেলে হাবিবুর রহমান মেনু মিয়া (৭৮), জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের প্রয়াত আবদুল হামিদ ফকির ইমান আলীর ছেলে মো. আবদুল মান্নান ক্বারী (৯২) এবং সোহাগী ইউনিয়নের প্রয়াত আবদুল গফুরের ছেলে মো. আবদুল হান্নান (৬৮)। তিনজনকেই নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ্বরগঞ্জের ১২ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তিন মানবতাবিরোধী অপরাধী তারা মিয়া, রুস্তম আলী ও সৈয়দ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত