ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মানুষের ওপর অত্যাচার বন্ধ করে পদত্যাগ করুন: ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১৩:২৫  
আপডেট :
 ২৩ অক্টোবর ২০২১, ১৫:৩৩

মানুষের ওপর অত্যাচার বন্ধ করে পদত্যাগ করুন: ফখরুল
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন ফখরুল

মানুষের ওপর অত্যাচার বন্ধ করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি উদ্যোগে এক মানববন্ধনে কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মানুষের উপর অত্যাচার বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে দায়িত্ব দিন। যারা একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে।’

বর্তমান সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকার কথা দিয়েছিল- ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন চাল খাওয়াচ্ছে ৭০ টাকায়। এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে ৬০ টাকা। চিনির দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে। মানুষ কি খাবে সেদিকে সরকারের খেয়াল নাই। তারা খেতে পারলেই হলো।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ খাবে পেট মোটা করবে, শরীর মোটা করবে আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বাড়ি-ঘর তৈরি করবে।’

মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘মানুষ এখন তাদের অধিকার চায়, ভোটের অধিকার চায়, খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায় এবং ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে যে মামলা তা প্রত্যাহার চায়।’

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘একটা স্বাধীন ও গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশের জন্য আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম। সেই বাংলাদেশকে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা বাকশাল গঠন করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, অবিলম্বে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং চাল, ডাল ও তেলের দাম কমাতে হবে।'

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/জেবি

  • সর্বশেষ
  • পঠিত