ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

দীর্ঘদিন পর করোনায় মৃত্যু শূন্য রামেক

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০৯:৩৮

দীর্ঘদিন পর করোনায় মৃত্যু শূন্য রামেক
রাজশাহী মেডিক্যাল কলেজের ফাইল ছবি

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। রোববার থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে করোনায় কেউ মারা না যাওয়ার বিষয়টি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহী কিংবা খুলনা বিভাগের কেউই আজ মারা যাননি, এটি অত্যন্ত আশার খবর। গেল ২৪ ঘণ্টায় করোনা কিংবা করোনার উপসর্গ নিয়েও কোন রোগীর মৃত্যু হয়নি।

হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত মারা গেছেন ৮৫ জন, তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। এ নিয়ে ১৫২বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫৪ জন।

হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০০.৫৪ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/ জেবি

  • সর্বশেষ
  • পঠিত