ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

টিসিবির পণ্য মজুদের দায়ে ডিলারকে জরিমানা

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০১:৫৩

টিসিবির পণ্য মজুদের দায়ে ডিলারকে জরিমানা
অভিযানে অবৈধভাবে মজুদ করা পণ্য জব্দ করা হয়

টিসিবির পণ্যসামগ্রী অবৈধভাবে মজুদের দায়ে লক্ষ্মীপুরে আমেনা বেগম নামে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযুক্ত আমেনা বেগম বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্তাধিকারী।

সোমবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্তাধিকারী ডিলার আমেনা বেগম টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি না করে অসৎ উদ্দেশ্যে নিজ বাসায় মজুদ রাখেন।

যথাযথভাবে পণ্য বিক্রি না করার অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ’র নির্দেশে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে মজুদ করা পণ্য জব্দ করা হয়। পরে তাকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত মালামাল পঁচনশীল হওয়ায় খোলা স্থানে উম্মুক্ত নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

এসিল্যান্ড বলেন, দন্ডপ্রাপ্ত আমেনার ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর চিঠি পাঠানো হবে। টিসিবির সকল ডিলারদেরকে বিধিবিধান মেনে যথাযথভাবে পণ্য বিক্রয় করতে হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত