ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

চবির ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেন

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ১১:১৮

চবির ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প‌্রশাসন। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই বিশেষ শাটল সার্ভিস চলবে।

মঙ্গলবার সকালে বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।

যে সময় থাকবে বিশেষ সার্ভিস :

বিজ্ঞপ্তিতে জানাননো হয় নগরীর বটতলী রেলস্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টায়, সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায়, ৮টা ১৫ মিনিটে, ৮টা ৪৫ মিনিটে, ১১টা ৪০ মিনিটে, ১২টায়, দুপুর সাড়ে ১২টায়, বিকেল ৩টায়, ৪টায় ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় উদ্দেশ্যে শাটল ট্রেন ছেড়ে যাবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে যথাক্রমে সকাল ৭টা ০৫ মিনিটে, সকাল ৭টা ৩৫ মিনিটে, সকাল ৮টা ৪০ মিনিটে, সকাল ৯টা ২০ মিনিট, ১০টায়, দুপুর ১টায়, দুপুর দেড়টায়, বিকেল ৩টায়, বিকেল ৫টায়, বিকেল সাড়ে ৫টায় ও রাত ৯টা ১০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সব ট্রেনই ঝাউতলা, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্টেশনে কিছুক্ষণ থেমে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাবে। প্রতিটি ট্রেন বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসতে আনুমানিক ১ ঘণ্টা সময় লাগবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত