ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ইউপি চেয়ারম্যানের নিয়ম জারি

সুন্নতি আর আর্মি কাটিং ছাড়া চুল কাটলে আইনি ব্যবস্থা!

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৭:৫২  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০২১, ১৮:০০

সুন্নতি আর আর্মি কাটিং ছাড়া চুল কাটলে আইনি ব্যবস্থা!
ছবি- সংগৃহীত

‘সুন্নতি ও আর্মি’ কাটিং ছাড়া অন্য কোনো স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও কারিগরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার সোমবার এমনই এক নোটিশ জারি করেছেন।

এ বিষয়ে চেয়ারম্যান বলেন, আমি স্থানীয় মুসলিমদের সঙ্গে কথা বলে ২৫ অক্টোবর নোটিশ জারি করেছি। তবে কতটুকু সঠিক করেছি বা ভুল করেছি আমি দ্বিধাদ্বন্দ্বে আছি।

এদিকে নোটিশের প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।

বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে এলাকার এক কিশোরের বাগবিতণ্ডা হয়েছে। তবে আমি তা মিটমাট করে দিয়েছি।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান রাহুল বলেন, ইউপি চেয়ারম্যান এ রকম নোটিশ জারি করতে পারেন না। এতে তিনি মানুষের ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত