ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

গুলশানে অগ্নিকাণ্ড: দগ্ধ মা-ছেলে আইসিইউতে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৯:৩৬  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০২১, ১৯:৪২

গুলশানে অগ্নিকাণ্ড: দগ্ধ মা-ছেলে আইসিইউতে
ছবি- সংগৃহীত

রাজধানীর গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মা- সন্তানসহ দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার গুলশানের ছয়তলা ভবন দক্ষিণায়নের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দগ্ধ হন মালিহা আনহা উর্মি (৩২) ও তার শিশুপুত্র মসরুর মোহা. রাফিন (২)। এ দুর্ঘটনায় ওই বাসার গৃহকর্মী মনি আক্তারও (৩৫) দগ্ধ হয়েছেন।

তাদের মধ্যে উর্মি ও তার ছেলে রাফিনকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আর মনিকে এসডিইউতে রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, আগুনে উর্মির শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। আর রাফিনের শরীরের ৩০ শতাংশ এবং মনির শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট এক ঘণ্টা পর বেলা ১২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার ঘটনায় এখনো কোন হতাহতের খবর তথ্য নেই। আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে এসি বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এরপরই ধোঁয়া দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত