ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পলিথিনে আটকা পড়লো দুই কেজির ‘খসল্লা’ মাছ

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ১৮:০৬  
আপডেট :
 ২৮ অক্টোবর ২০২১, ১৮:৩৬

পলিথিনে আটকা পড়লো দুই কেজির ‘খসল্লা’ মাছ
ছবি: প্রতিনিধি

জেলেদের জালে নয়, এবার পলিথিনেই আটকা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি খসল্লা মাছ। বিলুপ্তপ্রায় এ মাছটি ছোট আকৃতির পাওয়া গেলেও বড়গুলোর দেখা পাওয়া যায় না বললেই চলে। একনজর মাছটি দেখতে উৎসুক মানুষ পৌর শহরের লঞ্চঘাটে ভিড় জমায়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার আন্দারমানিক নদীতে মাছটি পাওয়া যায়। পলিথিনে আটকা পড়া মাছটি নদী থেকে মো. সাইদুর নামের এক লঞ্চ শ্রমিক উদ্ধার করে তীরে নিয়ে আসে।

সাইদুর বলেন, হঠাৎ করে চোখ পড়ে নদীর মধ্যে একাট মাছ লেজ নাড়াচ্ছে এবং পলিথিন থেকে বের হওয়ার চেষ্টা করছে। সাথে সাথে নদীতে নেমে মাছটি উদ্ধার করে তীরে নিয়ে আসি।

কলাপাড়া লঞ্চঘাটের ইজারাদার মো. নূরজ্জামান বলেন, নদীতে সাদা পলিথিনে এ খসল্লা মাছ আটকা পড়ে ভাসছিল। ঘাটে বাঁধা লঞ্চের স্টাফ মাছটি নদীতে ভাসতে দেখতে পায়। প্রায় দুই কেজি ওজনের এ মাছটি পলিথিনের মধ্যে আটকা পড়েছিলো বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত