ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

একসঙ্গে জন্ম নেয়া ৫ শিশুর চার জনের মৃত্যু

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ১১:৫১  
আপডেট :
 ০৪ নভেম্বর ২০২১, ১২:০৩

একসঙ্গে জন্ম নেয়া ৫ শিশুর চার জনের মৃত্যু

কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেয়া পাঁচ শিশুর মধ্যে চার জনই মারা গেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চতুর্থ শিশুটি মারা যায়।

এদিকে পঞ্চম বাচ্চাটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার সকালে পাঁচ শিশুর মধ্যে ছেলে শিশুটি এবং দুপুর ও বিকেলে দুটি কন্যাশিশু মারা যায়। এ নিয়ে চার শিশুর মৃত্যু হলো।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ নাজিম উদ্দিন বলেন, পঞ্চম শিশুটিকে এখনও স্ক্যানো ওয়ার্ডে আলোর তাপে রাখা হয়েছে। তাকে অক্সিজেন দেয়া আছে ও নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত মঙ্গলবার (২ অক্টোবর) কুমারখালীর পান্টি ইউনিয়নের পান্টি এলাকার সোহেল রানার স্ত্রী সাদিয়া খাতুন (২৪) একসঙ্গে ৫টি সন্তানের জন্ম দেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার ছাড়া গর্ভধারণের পাঁচ মাসের মাথায় জন্ম হওয়ায় শিশুদের ওজন কম হয়েছে। মা সুস্থ আছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বলেন, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম বিরল ঘটনা। শিশুগুলোর ওজন এবং শারীরিক পূর্ণতা আসেনি। এদের ওজন ৫শ থেকে ৬শ গ্রামের মধ্যে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত