ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

নওগাঁয় পুকুর খননে মিললো প্রাচীন মূর্তি

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ১৬:৩৫

নওগাঁয় পুকুর খননে মিললো প্রাচীন মূর্তি
ছবি- সংগৃহীত

পুকুর খননের সময় নওগাঁর সাপাহারে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় মির্জাপুর গ্রামের আব্দুল বারীর বাড়ির পাশে পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ভেকু মেশিন দিয়ে আব্দুল বারী তার বাড়ির পাশে কয়েকদিন থেকে পুকুর খনন করছিলেন। খননের এক পর্যায়ে কালো পাথরের একটি মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে।

পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, মূর্তিটির ওজন প্রায় ১৪ কেজি। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত