ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজনের জরিমানা

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ১৪:০৯

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজনের জরিমানা
প্রতীকি ছবি

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় ভোটগ্রহণের সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এম বালিয়াতলী ইউনিয়নের এম বালিয়াতলী ডিএন কলেজ কেন্দ্র থেকে অহিদুজ্জামান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়।

এম বালিয়াতলী ডিএন কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আকবর হোসেন বলেন, ‘অর্থদণ্ডে দণ্ডিত অহিদুজ্জামান এজেন্ট না হয়েও কেন্দ্রের মধ্যে এজেন্টের ভূমিকা পালন করতে শুরু করেন। এরপর তাকে আটক করে ভোটকেন্দ্রে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অহিদুজ্জামানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত