ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মিয়ানমারের হাকা থেকে চট্টগ্রামে ভূমিকম্প

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৫২  
আপডেট :
 ২৭ নভেম্বর ২০২১, ২১:৪৪

মিয়ানমারের হাকা থেকে চট্টগ্রামে ভূমিকম্প
ছবি- সংগৃহীত

চট্টগ্রামে ফের ৪.২ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাকা শহর বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার ৩টা ৪৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

বিষয়টি পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে।

ভলকানো ডিসকভারি বলছে, ভূকম্পনটি আঘাত হানে বিকেল ৩টা ৪৭ মিনিটে। যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৫৩ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

ঢাকা, চট্টগ্রামসহ চট্টগ্রামের বান্দরবান, রাউজান, পটিয়া, মানিকছড়ি, সাতকানিয়া, সন্দ্বীপ এবং ফেনীতে এ ভূমিকম্প অনূভুত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই একই এলাকার কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত