ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

ভোটের আগেই মহিলা প্রার্থীর মৃত্যু

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০১:৪৩

ভোটের আগেই মহিলা প্রার্থীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে ভোটের মাত্র ১২ ঘন্টা আগে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী ফিরোজা খাতুন (৬০) মারা গেছেন।

শনিবার রাত ৮টার দিকে আকষ্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দৌলতপুর হাসপাতালে তিনি মারা যান।

মৃত ফিরোজা খাতুন দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের তুফান আলীর স্ত্রী এবং দৌলতপুর ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের বক মার্কা প্রতীকের মেম্বার পদপ্রার্থী ছিলেন। ফিরোজা খাতুনের মৃত্যুতে সাধারণ ভোটার ও শুভাকাক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফিরোজা খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থী ফিরোজা খাতুন তার বক মার্কা প্রতীকে ভোট চেয়ে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা খাতুন মারা যান। আজ রোববার সকালে তার দাফন হওয়ার কথা রয়েছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন ফিরোজা খাতুনের হাসপাতালে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ গোলাম আজম সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী ফিরোজা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত