ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

হিলিতে কমেছে সবজির দাম, নিম্ন আয়ের মানুষের মুখে হাসি

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ১২:০০

হিলিতে কমেছে সবজির দাম, নিম্ন আয়ের মানুষের মুখে হাসি
ছবি: প্রতিনিধি

চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় হিলিতে সব ধরনের শীতকালীন সবজির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। বেচা-কেনাও ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।

সোমবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব কাঁচামালের দোকানে রয়েছে পর্যাপ্ত শীতকালীন সবজির সরবরাহ। একারণে এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ফুলকপি ১৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। ৩০ টাকার বাঁধাকপি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়, ৬০ টাকা কেজির সিম কেজিতে ২০ টাকা কমে বিক্রি ৪০ টাকা কেজি দরে, ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ২০ টাকায়, ২২০ টাকা কেজির গাঁজর বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, ৮০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, ১৩০ টাকার টমেটো ১০ টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

বাজার করতে আসা নজরুল ইসলাম নামে একজন ক্রেতা জানান, প্রথম দিকে হিলি বাজারে সবজির দাম অনেক বেশি ছিলো, এখন তা কমে আসছে। দাম কমাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে।

রফিক নামের এক রিক্সাচালক জানান, আমরা সারাদিনে দুইশ’ টাকা উপার্জন করি। বাজারে সবকিছু দাম বেশি হওয়ার কারণে সংসার চালাতে অনেক কষ্ট হয়। এখন সবজির দাম কমায় আমরা অনেকটা ভালো আছি।

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামরুল ইসলাম মিঠু বলেন, ‘দেশের বিভিন্ন স্থানের শীতকালীন সবজি পুরোদমে উঠতে শুরু করেছে। তাই বাজারে সব ধরনের সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কমেছে। দাম কমার কারনে বেচা-কেনাও ভালো হচ্ছে। আশা করছি আর কিছুদিন গেলে বাজারে সবজির দাম আরো কমে আসবে।’

বাংলাদেশ জার্নার/জেবি

  • সর্বশেষ
  • পঠিত