ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ছয় মণের শাপলাপাতা মাছটি বিক্রি হলো ৬৩ হাজারে

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ১৭:৪৪

ছয় মণের শাপলাপাতা মাছটি বিক্রি হলো ৬৩ হাজারে
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি শাপলাপাতা মাছ। মাছটি ওজনে ৬ থেকে সাড়ে ৭ মণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দুপুরে মাছটি মৎস্যবন্দর আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ ঘাটে নিয়ে আসা হয়। এটিকে ট্রলার থেকে বাঁশের সাথে বেঁধে পাড়ে উঠায় জেলারা। দেখতে ভিড় করেন অনেকে। আনুমানিক ৬ থেকে সাড়ে ৭ মণ ওজনের মাছটিকে ৬৩ হাজার টাকায় বিক্রি করেছেন আড়ৎ মালিক।

স্থানীয় জেলেরা জানান, পায়রা বন্দর সংলগ্ন রাবনাবদ নদীতে রোববার দিবাগত রাতে জেলেদের জালে এমাছটি ধরা পড়ে। প্রথমে জাল থেকে মাছটি ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে জেলেদের। পরে আড়ৎ ঘটে আসলে মাছটি বরিশালের এক ব্যবসায়ী কিনে নেন।

আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ মালিক আবু জাফর বলেন, গত দুইদিন আগে এ শাপলাপাতা মাছটি সেলিম ফকিরের জালে ধরা পড়ে। আজ মঙ্গলবার সকালে এটিকে আড়ৎ ঘাটে আনা হয়। মাছটি ৬ থেকে ৭ মন ওজন হতে পারে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত