ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা

চেয়ারম্যানসহ ১৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৯

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ১৪:৪০  
আপডেট :
 ০২ ডিসেম্বর ২০২১, ১৪:৪৬

চেয়ারম্যানসহ ১৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৯
ছবি: প্রতিনিধি

ঢাকার সাভারের আমিনবাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মালেক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ ১৩ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দীর্ঘ ৯ বছর পরে আমিনবাজার ট্রাজেডিতে ৬ ছাত্রকে পিটিয়ে নৃশংস হত্যাকাণ্ডের মামলার এমন রায় দৃষ্টান্ত বলে মনে করেন সাভারের সচেতন মহল। তারা বলেন, ইতোপূর্বে বিচার বহির্ভূত গণপিটুনিতে হত্যার ঘটনা হারিয়ে গেছে। কখনও এ ভাবে সুবিচার পায়নি ভুক্তভোগীরা। গণপিটুনির ঘটনায় এ রায় দেশে বিচারের শাসন প্রতিষ্ঠা করেছে।

জানা গেছে, ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতের রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগে আজ বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। মোট ৫৭ জন আসামির মধ্যে ৩২ জনকে মৃত্যু ও কারাদণ্ড দিলেন আদালত। বাকি ২৫ জন আসামি খালাস পেয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাভারের আমিন বাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, আব্দুল মালেক, সাঈদ মেম্বার, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন রেপু, জমছের আলী, মীর হোসেন, মজিবুর রহমান, রজ্জব আলী, আলম, মোহাম্মদ রানা, আব্দুল হানিফ, আসলাম মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শাহিন আহমেদ, ফরিদ খান, রাজিব হোসেন, ওয়াসিম, সাফফার, সেলিম, মনির, আলমগীর, মোবারক হোসেন, অখিল খন্দকার, বসির, রুবেল, নুর ইসলাম, শাহাদাত হোসেন, টুটুল, মাসুদ, মোখলেস, তোটুল ও সাইফুল।

গত ২২ নভেম্বর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেন। মামলায় ৯২ সাক্ষীর মধ্যে ৫৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেয়া হলো।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত