ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

যশোরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ১২:৪৮  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০২১, ১৩:০৮

যশোরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাইল ছবি।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সোমবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ। এদিকে টানা দুদিন বৈরী আবহাওয়া বিরাজ করায় বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে কৃষকের পাকা আমন ধানের ক্ষতি হচ্ছে। অধিকাংশ কৃষকের ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। বৃষ্টি যদি দীর্ঘ হয় তাহলে ক্ষতির পরিমাণ বেশি হবে বলে জানিয়েছেন তারা।

আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শনিবার থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজও গুঁড়িগুঁড়ি বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও আবহাওয়া একই থাকবে। ৮ ডিসেম্বর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। টানা বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটছে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত যশোর জেলায় ৮২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যা দেশের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত