ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

রাজারহাট উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৩২  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬

রাজারহাট উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা
ছবি: প্রতিনিধি

‘সবাই মিলে বাঁধবো জোট, বাল্যবিয়ে করবো রোধ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার হেলিপ্যাড মাঠে আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে রাজারহাট উপজেলা প্রশাসন। এতে সহযোগীতা করে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ।

এ সময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, জেলা শিক্ষা অফিসার শামছুল হক, রাজারহাট থানার ওসি রাজু সরকার, আরডিআরএস এর প্রধান উন্নয়ন সমন্বয়কারী আব্দুস সামাদ, প্লান ইন্টারন্যাশ বাংলাদেশে প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী কাজীসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরে বাল্যবিয়ে প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে সকলকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত