ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ডাকাতির প্রস্তুতিকালে ৯ রোহিঙ্গা আটক

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১২:৪৩

ডাকাতির প্রস্তুতিকালে ৯ রোহিঙ্গা আটক
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে নয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন) সদস্যরা।

মঙ্গলবার রাত দুইটায় উপজেলার পালংখালী ইউপির বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, একই ক্যাম্পের মো.সলিমের ছেলে মোহাম্মদ শফিক (২২), আ.শুক্কুরের ছেলে নুর মোস্তফা (২২), মতিউর রহমানের ছেলে মুহাম্মদ মিয়া (৩৮), ক্যাম্প ২৫ এর আ.শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ (২২), ক্যাম্প ১৫ এর মৃত মো.সফির ছেলে সফিউল আলম (৩৮), মৃত সোনা আলীর ছেলে আবুল কালাম (২৪), ক্যাম্প ১১ এর মৃত কাছিমের ছেলে জাফর আলম (৪৭), মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ (২৪) এবং ক্যাম্প ১৮ এর মুসলিমের ছেলে শফিউল্লাহ (৩৩)। এরা সকলেই এপিবিএনের তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী।

৮ এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, রাত্রীকালিন নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় এপিবিএন সদস্যরা খবর পায় একদল রোহিঙ্গা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যে ক্যাম্প ৯ এর সি ১১ এর মক্তবের সামনের গেলে দেখতে পায় ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ৯ জনকে আটক করা হয়। এ সময় ডাকাত দলের আরও প্রায় ২৫/২৬ জন সদস্য পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত