ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

রাণীশংকৈলে ‘বীর নিবাস’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০৪:৪৪

রাণীশংকৈলে ‘বীর নিবাস’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
ছবি: প্রতিনিধি

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘বীর নিবাস’ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের বাড়ির ভিটায় তার জন্য গৃহ নির্মাণকাজের সূচনা করা হয়।

উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মাড্ডি, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

ঘর উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন। আমরা বীর মুক্তিযোদ্ধাদের সন্মান করি।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের অধীনে রাণীশংকৈল উপজেলার ৬টি ইউনিয়নে ১১ জন মুক্তিযোদ্ধাকে "বীর নিবাস" দেওয়া হবে। প্রতিটি বীর নিবাস ১৩ লক্ষ ৪৩ হাজার ৬শত ১৮ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত