রাজধানীতে নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে ১০ স্থানে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:৪৯ আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০১:৫০

সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
|আরো খবর
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে।
প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে বলেও জানান এই ডিউটি কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/এএম