ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

দুদকের অভিযানে পোশাক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ১৯:৪৯  
আপডেট :
 ০৩ জানুয়ারি ২০২২, ১৯:৫৩

দুদকের অভিযানে পোশাক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ছবি- সংগৃহীত

সাভারে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন পরিচালনা করার অভিযোগে একটি তৈরি পোশাক কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সাভার উপজেলার রাজফুলবাড়িয়ার ওই কারখানায় এ অভিযান পরিচালনা করেন দুদকের উপ-পরিচালক হুমায়ন কবির।

স্থানীয়রা জানায়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়ি ও পোশাক কারখানাতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ফুলবাড়িয়া এলাকার প্রভাবশালীরা। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভার ও আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। সংযোগ যারা দিয়েছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত