ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৫.৯৫ শতাংশ

  আনিসুর রহমান

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ১৭:৩১  
আপডেট :
 ০৮ জানুয়ারি ২০২২, ১৭:৫৮

সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৫.৯৫ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে শুরু হয়েছে নতুন বছর। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনও আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৫৫.৯৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬ হাজার ৬৮৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ৮১৫ টাকার।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৩০ দশমিক ৭৯ পয়েন্ট বা ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৮৬টির। আর ১০টির দাম ছিল অপরিবর্তিত।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা:

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা যায়, বছরের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ৫৯৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৯০ লাখ ৮ হাজার ৬৫৯টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৭৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪২ কোটি ৮৭ লাখ ১৮ হাজার টাকা।

ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৪ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, অ্যাক্টিভ ফাইন, ওয়ান ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যারা:

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরশন (বিএসসি) লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৪৮ শতাংশ বেড়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৯.৭৬ দশমিক শতাংশ।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৭ দশমিক ১৯ শতাংশ।

এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, ফরচুন সুজ, বসুন্ধরা পেপার মিলস, ই-জেনারেশন, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

সাপ্তাহিক টপটেন লুজার:

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০.৫৩ শতাংশ।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.২৪ শতাংশ। এশিয়া ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৯.৯১ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএমসিএল প্রাণ, রেনউইক যজ্ঞেশ্বর, লিবরা ইনফিউশন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইবিবিএল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ড, বাটা সু ও বীচ হ্যাচারি লিমিটেড।

বাংলাদেশ জার্নাল/আ,র/এসএস

  • সর্বশেষ
  • পঠিত