ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ট্রেনে অর্ধেক যাত্রী ১৫ জানুয়ারি থেকে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ১৭:৪১  
আপডেট :
 ১১ জানুয়ারি ২০২২, ১৮:০৩

ট্রেনে অর্ধেক যাত্রী ১৫ জানুয়ারি থেকে
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় আগামী ১৫ জানুয়ারি (শনিবার) থেকে নতুন নিয়মে ট্রেন চলাচল শুরু হবে। এদিন থেকে ট্রেনগুলো অর্ধেক যাত্রী পরিবহন করবে। নতুন নিয়ম অনুযায়ী ৫০ শতাংশের ২৫ শতাংশ টিকিট অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে। আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি হবে।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মোঃ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রেনে অর্ধেক আসন ফাঁকা গেলেও ভাড়া বাড়ানো হবে না। তবে মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। মূলত সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেয়া হবে।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ বিস্তাররোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরাপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় রেলে পরিবহনে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়-

১. যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনে বিদ্যমান আসনসংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করতে হবে।

২. আসনসংখ্যার অর্ধেক (অর্থাৎ মােট আসনসংখ্যার ২৫%) টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি অর্ধেক আসনের (অর্থাৎ মােট আসনসংখ্যার ২৫%) টিকিট মোবাইল অ্যাপ/অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

৩. আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকবে।

৪. ইমার্জন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাস কোটা ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে বিদ্যমান সকল প্রকার কোটা বাতিল করা হয়েছে।

৫. কাউন্টারে টিকিট ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

৬. স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ করতে হবে।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত