ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মরফিন বিক্রির অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ২০:৩৪

মরফিন বিক্রির অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: প্রতীকী

জি-মরফিন ইনজেকশন বিক্রির অপরাধে সুজন খান নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

সুজন খান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৬ নং ওয়ার্ড এলাকার ইউনুস খানের ছেলে। গত বছরের ১৮ ফেব্রুয়ারি বরিশাল নগরীর কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করে মেট্রোপলিটন ডিবি পুলিশ।

আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, বরিশাল নগরীর কাজীপাড়া এলাকা থেকে মেট্রোপলিটন ডিবি পুলিশ সুজনকে আটটে তল্লাশি চালিয়ে ৩০টি এম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার করে। ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির এসআই সুজিত কুমার গোমস্তা।

৪২ দিন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই ফিরোজ আলম গত বছর ৩০ মার্চ আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ১০ জনের সাক্ষ্য শেষে সুজনকে সাজা দিলেন আদালতের বিচারক।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত