ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বৃষ্টি কমে মৃদু শৈত্যপ্রবাহ আসছে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ১১:৫৫

বৃষ্টি কমে মৃদু শৈত্যপ্রবাহ আসছে
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরেই দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। যদিও গত বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কম। শুক্রবার থেকে অন্যান্য অঞ্চলে এ অবস্থার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী শনিবার থেকে মূলত সারা দেশেই আর বৃষ্টি থাকবে না এবং মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরো কমবে। ফলে শনিবার ও রবিবার থেকেই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ হালকা মেঘলা থাকবে। বেশ কিছু জায়গায় হতে পারে বৃষ্টি।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত