ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নাসিক নির্বাচন পর্যবেক্ষণে ৯ সংস্থার ৪২ পর্যবেক্ষক

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ২০:৪৩  
আপডেট :
 ১৪ জানুয়ারি ২০২২, ২২:০২

নাসিক নির্বাচন পর্যবেক্ষণে ৯ সংস্থার ৪২ পর্যবেক্ষক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন ৯টি সংস্থার ৪২ পর্যবেক্ষক। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মানার পাশাপাশি এসব সংস্থাকে ভোট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের শর্ত দিয়ে নির্বাচন পর্যবেক্ষণে তাদের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংস্থাগুলো হলো- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), সার্ক মানবাধিক ফাউন্ডেশন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সমাজ উন্নয়ন প্রয়াস, তৃণমূল উন্নয়ন সংস্থা, তালতলা যুব উন্নয়ন সংগঠন, রিহাফ ফাউন্ডেশন, বিবি আছিয়া ফাউন্ডেশন এবং মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস।

এদিকে আন্তর্জাতিক দূতাবাসের যারা আছেন পাশাপাশি মানবাধিকারকর্মী যারা আছেন তাদেরকে নির্বাচন পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

উল্লেখ্য, আগামী রোববার (১৬ জানুয়ারি) এ নির্বাচনকে ঘিরে প্রচারণায় রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচারণা। প্রায় ২০ লাখ মানুষের এ সিটিতে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ আর পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত