ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ০৮:৩৮

ময়মনসিংহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
ছবি: সংগৃহীত

রোববার ভোর থেকে ময়মনসিংহ বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি।

শনিবার রাতে ধর্মঘটের খবর নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে গাজীপুরের সালনা পর্যন্ত যেতে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা। কিন্তু গাজীপুরে এক্সপ্রেস ওয়ে নির্মাণে ধীর গতি ও রাস্তা যান চলাচলের উপযোগী না রাখার কারণে সালনা থেকে টঙ্গী হয়ে মহাখালী পর্যন্ত যেতে সময় লাগে তিন থেকে পাঁচ ঘণ্টা।

পরিবহন মালিকরা বারবার সরকার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলার পরও পরিবেশের কোনো উন্নতি হয়নি।

ময়মনসিংহ জিলা পরিবহন মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত যেতে এক ঘণ্টা সময়ে গেলেও গাজীপুর থেকে ঢাকার মহাখালী যেতে সময় লাগছে ৩-৫ ঘণ্টার মতো। এক্সপ্রেসওয়ের কাজ যেমন ঢিমে তালে এগোচ্ছে, তেমনি গাড়ি চলাচলের রাস্তাও বিভিন্ন খানাখন্দে ভরা।

এর আগে গত ২রা জানুয়ারি ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম বলেছিলেন, ‘১৫ই জানুয়ারির মধ্যে দৃশ্যমান কোনো উন্নয়ন না ঘটলে বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।’

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত