ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পাঁচ পৌরসভার চারটিতে নৌকা, একটিতে স্বতন্ত্রের জয়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ২২:০১

পাঁচ পৌরসভার চারটিতে নৌকা, একটিতে স্বতন্ত্রের জয়

রোববার চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো। এই পাঁচ পৌরসভার চারটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।

নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা

নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনের বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে মেয়র পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেনিন। রোববার সন্ধ্যায় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

নাটোর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের উমা চৌধুরী ২০ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ এমদাদুল হক আল মামুন নারিকের গাছ প্রতীক পেয়েছেন ১৩ হাজার ৭৮২ ভোট।

এদিকে বাগাতিপাড়া পৌরসভার ফলাফলে ২২৮৭ ভোট পেয়ে শরিফুল ইসলাম লেনিনের জগ প্রতীক বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইমুন সুলতান নারিকেল গাছ পেয়েছেন ২১৮৮ ভোট। এছাড়া নৌকার প্রার্থী শাহিদা খাতুন পেয়েছেন ১৬৩৭ ভোট।

বাঁশখালী পৌরসভা

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

রোববার সন্ধ্যার দিকে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম। এর আগে উপজেলার ৯টি ওয়ার্ডের ১১টি ভোট কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ঘোষিত ফলাফলে ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী (মোবাইল) পান ১ হাজার ৩৬৫ ভোট।

নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম জানান, ভোট চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনে ২৬ হাজার ৯৮০ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার ভোট ভোটারের ৫৮.৯২ শতাংশ।

নোয়াখালী পৌরসভা

নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নৌকা প্রতীকের মো. সহিদ উল্যাহ খান সোহেল। রোববার রাতে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অফিসার রবিউল আলম সহিদ উল্যাহ সোহেলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এ পৌরসভার মোট ৩৪টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শহীদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট।

ঝিকরগাছা পৌরসভা

দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হয়েছেন মোস্তফা আনোয়ার পাশা জামাল। রোববার ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী- নৌকা প্রতীকে ৭ হাজার ৩৭৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মোস্তফা আনোয়ার পাশা জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুন কম্পিউটার প্রতীকে ৬ হাজার ১২৬ ভোট পেয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত