ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

টাঙ্গাইলে ফেনসিডিলসহ ভুয়া ২ সাংবাদিক আটক

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:১০  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০২২, ১৬:১৫

টাঙ্গাইলে ফেনসিডিলসহ ভুয়া ২ সাংবাদিক আটক
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে ৬০২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ ভুয়া সাংবাদিককে আটক করেছেন র‌্যাব-১২ এর সদস্যরা। সোমবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন যশোর জেলার বেনাপোল থানার ভরেরবেড় এলাকার সোহেল রানা ও একই জেলার দূর্গাপুর এলাকার রিয়াজুল ইসলাম। তাদের কাছ থেকে ৭১ টিভির স্টিকার লাগানো দুটি প্রাইভেটকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে সোমবার সকালে উপজেলার সহবতপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইরে মামলা করা হয়েছে।

এছাড়াও একটি বেসরকারি চ্যানেল ৭১ টিভির স্টিকার লাগিয়ে দুটি প্রাইভেটকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে ফেনসিডিল সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের নিকট বিক্রি করে আসছিলেন তারা।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত